হবিগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির বলেছেন, উন্নয়ন শুধু করলেই হয়না। আজ করার পর কালই যদি ভেঙ্গে যায়। তবে সে উন্নয়ন করার কোন মূল্য নেই। উন্নয়ন হতে হবে টেকসই। আর এ জন্য সমবায়ের কোন বিকল্প নেই। বর্তমান সরকার ক্ষমতায় এসে টেকসই উন্নয়নের প্রতি জোর দিয়েছে। যত অবকাঠামো হচ্ছে সবগুলোই স্থায়ীত্বশীল হচ্ছে।
৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শনিবার সকাল ১১টায় এম. সাইফুর রহমান টাউন হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি’র উপ-পরিচালক শহীদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান ও বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস।
সমবায়ীদের পক্ষ থেকে বক্তৃতা করেন জিতু মিয়া ও সরোয়ার রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের নীমতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান টাউন হলের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন এডভোকেট মো. আবু জাহির এমপি এবং সমবায় পতাকা উত্তোলন করেন জেলা সমবায় কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস। জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয় হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মো. জাহেদ উদ্দিন।
এ বছর সর্বোচ্চ সমবায় উন্নয়ন তহবিল প্রদান করে বেসিক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এবং দ্বিতীয় সমবায় উন্নয়ন তহবিল প্রদান করে গোপায়া নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নৃত্য সাংস্কৃতিক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড।