নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার গোয়াকাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরুধের জেড় ধরে দু’দল লোকের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু জানান, ওই গ্রামের মৃত নূর হোসেনের ছেলে আব্দুর রউফ দির্ঘ্য দিন ধরে সরকারী খাস জমি ভোগ করে আসছে। কিন্তু সরকারী জায়গা হওয়ায় গ্রামবাসী সেখান থেকে গ্রামের উন্নয়নের জন্য কিছু অংশ দাবী করেন। এ নিয়ে বেশ কিছু দিন ধরে গ্রামবাসীর সঙ্গে আব্দুর রউফের বিরুধ চলে আসছিল। এ বিরুদ্ধে জেড় ধরে শনিবার সকালে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহতরা হলেন, অলি মিয়, আক্তার, সুজন, রিপন, আবিদুর, লাল মিয়, জিলু মিয়া, ইব্রাহীম, জামাল, সুহেল, খলিল।
এর মধ্যে গুরুত্বর অবস্থায় অলি মিয়া ও ইব্রাহীমকে সিলেটে প্রেরণ করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, জমি সংক্রান্ত বিরুধের জেড়ে সংঘর্র্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।