হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর সহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, মূর্তি ভাংচুর, বাড়ীঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পূণ্য ব্রত চৌধুরী বিভু, ডা, অসিত রঞ্জন দাস, জগদীশ চন্দ্র মোদক, অ্যাডভোকেট সুধাংশু সূত্র ধর, নীতেশ সূত্র ধর, দিলীপ আচার্য্য, উদয় গৌর বর্মচারী, শঙ্খ শুভ্র রায়, পার্থ প্রতীম দাশ, পিযূষ চক্রবর্তী, গৌতম আচার্য্য প্রমুখ।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক সাবিনা আলম উপজেলা পরিষদ মিলায়তনে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে এ বিষয়ে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক সবাইকে সজাগ থাকার আহবান জানান, কেউ যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে।
এদিকে শুক্রবার (৪ নভেম্বর) বাদ জুমঅা হবিগঞ্জ শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হতে পারে বলে জানা গেছে।
এ ব্যাপারে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে বলে জেলা পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে।