উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত হয়।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন খাঁন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খয়ের,সদস্য সচিব মাহমুদ চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান এডবোকেট জাবেদ আলী, প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আবদুন নুর, মৌলানা শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম,ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর নুর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুল করিম, আবু সালেহ মোঃ মোস্তাকীম বিল্লাহ,কুর্শি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারছু মিয়া, মহিলা আওয়ামীলীগের শেখ ছইফা আক্তার কাকলী, আনসার বিডিপি প্রশিক্ষক খাদিজা ইসলাম, জয়নাল আবেদীন, মোশহিদ আলী, শাহ আবু মুসা,মোঃ সোলায়মান প্রমূখ। সভায় ধর্মীয় উস্কানী দিয়ে যারা দেশের ভাবমুর্তি নষ্ট করতে চায় এদের থেকে সাবধান থাকতে হবে।
নবীগঞ্জের কোথাও যদি কেউ ধর্মীয় উস্কানী দেয় সাথে সাথে তা পুলিশ প্রশাসনকে অবগত করতে সবাইকে আহবান জানানো হয়েছে।