চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপি মনোনিত প্রার্থী মীর সেলিমের বিরুদ্ধে যুবদল ইউনিয়ন কাউন্সিল নিয়ে বিরোধের জের ধরে বিক্ষোভ মিছিল ও পথ সভা করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধায় স্থানিয় আসামপাড়া বাজারে যুবদল সভাপতি প্রার্থী সোহেল শাহ্ ও সেক্রেটারি প্রার্থী শামীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাজারের উত্তর দক্ষিন প্রদক্ষিণ করে রেল গেইটের সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন – গাজীপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি পদপ্রার্থী মোঃ আব্দুর রউপ ও ডাঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী উস্তার মিয়া ও আব্দুল হান্নান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন মীর সেলিম ইউনিয়ন নির্বাচনের পুর্ব বসন্তের কোকিলের মত বিদেশ থেকে এসে টাকার গরম দেখিয়ে মনোনয়ন দখল করেন।
আর যারা নির্যাতিত ও জেল জুলুম খেটে ত্যাগ স্বীকার করেছেন তাদের বুকে ছুড়ি মেরেছেন।যুবদলের কাউন্সিলে কালো টাকা ছড়িয়ে আরেক বিদেশ ফেরত যুবককে সেক্রেটারি করেছেন।
তারা বলেন হাইব্রিড নেতা কমীরা ত্যাগী নেতাকর্মীদের মাথায় বসার সুযোগ করে দেন মীর সেলিম।তারা অচিরেই যুবদলের নব ঘটিত পকেট কমিটি ভেঙ্গে পুনঃরায় নির্বাচন দাবী করেন।
নতুবা মীর সেলিম কে গাজীপুরের প্রাণকেন্দ্র আসামপাড়া বাজারে রাজনীতি করতে দেয়া হবেনা বলে হুশিয়ার করে দেন।মীর সেলিমের কথামত ভোটদিতে অস্বীকার করলে ৭ নং ওয়ার্ড যুবদল সভাপতি সিরাজ কে আগেরদিন সাময়িক বরখাস্ত করা হয়।