বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার নোয়াগাও এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
রবিবার ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট রেললাইন উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাও নামক স্থানে এ ঘটনা ঘটে।
রেল লাইন পাহাড়াদার রাউদগাও গ্রামের আব্দাল মিয়া জানান, রাতের ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়া লাশটি দ্বি-খন্ডিত হয়ে রেললাইনে পড়ে থাকতে দেখতে পান।