হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে জীবনের ঝুকিঁ নিয়ে ৪ তলা ভবনের কাজ করছে শ্রমিকরা। শ্রমিকদের জীবনের নিরাপত্তায় ওই ভবন কতৃপক্ষের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন স্থানীয়রা। ইতোমধ্যে ওই ভবনে কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ওই ভবনে কাজের সময় উপর থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের পা ভেঙ্গে গেছে। গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায়, কোর্ট প্রাঙ্গনের পাশের একটি ৪ তলা ভবনে অর্ধ শতাধিক শ্রমিক কাজ করছে। বিল্ডিং কোড মোতাবেক অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বালু, সিমেন্ট উপরে তোলার কথা থাকলেও পুরোনো মেশিন দিয়ে এগুলো নীচ থেকে উপরে তোলছে। এতে যে কোন সময় দড়ি ছিড়ে নীচে থাকা শ্রমিকরা আহত হতে পারে। শ্রমিকরা জানায়, কাজ না করে উপায় নেই। জীবিকার কারণে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।