ক্রীড়া ডেস্ক : ভারতের মাটিতে কখনো সিরিজ জেতেনি নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি জিতে সেই ইতিহাস গড়ার হাতছানি ছিল সফরকারীদের সামনে।
শনিবার ভিসাখাপত্তনমে ভারতকে ২৬৯ রানের মধ্যে আটকে রেখে ইতিহাস গড়ার অর্ধেকটা কাজ সেরে রেখেছিল কিউই বোলাররা। বাকি কাজটুকু ব্যাটসম্যানদের করার ছিল।
কিন্তু সেটা তারা করতে পারেনি। উল্টো লজ্জার রেকর্ড গড়েছে তারা। ২৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করতে পেরেছে মাত্র ৭৯ রান। যা তাদের ওয়ানডে ইতিহাসের পঞ্চম সর্বনিম্ন রান। আর ওভারের দিক দিয়ে নিউজিল্যান্ডের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ছোট ইনিংস।
ভারতের ছুড়ে দেওয়া ২৭০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্যরানেই উইকেট হারায় ব্লাক ক্যাপসরা। সিরিজে ভালো খেলা মার্টিন গাপটিল উমেশ যাদবের করা প্রথম ওভারের চতুর্থ বলেই সরাসরি বোল্ড হয়ে যান। ২৮ রানের মাথায় জাসপ্রিত বুমরাহর বলে যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান টম লাথাম (১৯)। তৃতীয় উইকেটে ৩৫ রান তোলেন উইলিয়ামসন ও রস টেলর। এরপর ৬৩ রানের মাথায় অধিনায়ক উইলয়ামস ২৭ রান করে আউট হন। ৬৬ রানে ফিরে যান টেলর (১৯)।
এরপর ভারতের বোলারদের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৩ রানে (৬৬ থেকে ৭৯ রানের মধ্যে) শেষ ৬টি উইকেট হারায় সফরকারীরা।
২৩.১ ওভারে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। যা কিউইদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন ইনিংস। এর আগে ২০০০ সালে সিঙ্গাপুরে পাকিস্তানের বিপক্ষে কিউইদের ইনিংসটি ছিল ২৪.৪ ওভারের। ভারতের বিপক্ষেও দলটির ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন স্কোর (৭৯ রান)।