বিনোদন ডেস্ক: বলিউডের পর্দায় আবারও শাহরুখ-ক্যাটরিনা জুটির উপস্থিতির কথা শোনা যাচ্ছে। এর আগে যশ চোপড়ার যাব তাক হ্যায় জান সিনেমায় শাহরুখ ও ক্যাটরিনার কেমিস্ট্রি মুগ্ধ করেছিল দর্শকদের।
বলিউডের পর্দায় দ্বিতীয় বারের মতো শাহরুখ-ক্যাটরিনা জুটি নিয়ে আসছেন রোহিত শেঠী। বলিউডের অন্যতম সফল এই পরিচালকের নতুন সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনাকে। সিনেমাটিতে শাহরুখের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন বর্তমান প্রজন্মের আরেক জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান।
তবে রোহিত শেঠীর নতুন সিনেমায় সম্প্রতি শাহরুখের সঙ্গে ক্যাটরিনার কথা শোনা গেলেও, এর আগে কাজলের কথাও শোনা গিয়েছিল। ফলে শাহরুখ-ক্যাটরিনা জুটি দ্বিতীয় বারের মতো পর্দায় আসছে, নাকি পরিচিত রোমান্টিক জুটি হিসেবে শাহরুখ-কাজল জুটি আসছে, সেটি নিয়ে বেশ গুজব তৈরি হয়েছে।