ফখরুল আলম, লিভারপুল (যুক্তরাজ্য) প্রতিনিধি:- এশিয়ান কারী এওয়ার্ডের ৬ষ্ঠ আসর সফল ভাবে সম্পন্ন হলো। বৃটেনের বুকে কারী শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন সকলের ঐক্য এই প্রত্যয় ব্যক্ত করে জমজমাট আয়োজনের মাধ্যমে অনুষ্টিত হয়ে গেল এশিয়ান কারী এওয়ার্ড-২০১৬। গত ২৩ অক্টেবর সেন্ট্রাল লন্ডনের গ্রভনর হোটেলের গ্রেটরুমে বসেছিল এশিয়ান কারী এওয়ার্ডের ৬ষ্ট আসর।
এতে ১০টি রিজিওনের সেরা ১০টি রেষ্টুরেন্ট এওয়ার্ড ছাড়াও বাংলাদেশী, ইন্ডিয়ান, পাকিস্তানী, চাইনিজ, মালয়েশিয়ান , টার্কিস ক্যুজিনকে স¦ স্ব সাফল্যের জন্য মুল্যায়ন করা হয়।
প্রায় ৫০ বছরের পুরোনো বাংলাদেশী রেষ্টুরেন্টের সফলতা ধরে রাখা সহ এ প্রজম্মের রেষ্টুরেন্ট মালিকদের লাইফ টাইম এচিভম্যান্ট প্রদান করা হয়। এশিয়ান কারী এওয়ার্ড অনুষ্টানে বাংলাদেশের বিখ্যাত কন্ঠশিল্পী রুনা লায়লাকে ও তার সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তিতে লাইফটাইম এওয়ার্ড প্রদান করা হয়।
এশিয়ান কারী এওয়ার্ডের অনুষ্টানটি উপস্থাপনায় ছিলেন বিবিসির সংবাদ পাঠিকা কেইট সিলভারটন। অনুষ্টান শুরুর প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন কারী এওয়ার্ডের ফাউন্ডার ইয়াওর আলী খাঁন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার সেক্রেটারী জন এলিসন এমপি, টম ব্রেক এমপি, পট কালিস এমপি, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার তালহা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদ্রুত ও হাইকমিশনের প্রতিনিধিবৃন্দ।
বক্তরা বলেন, এশিয়ান কারী শিল্প বৃটেনের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। এতে কর্মসংস্থান হয়েছে কয়েক লাখ মানুষের। এই শিল্প বৃটেনের মাল্টি কালচার সোসাইটিকেও প্রমোট করছে। কিন্তু সরকারের নানা উদ্যোগে কারী শিল্পী আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে বৃটিশ রাজনীতিবিদদের এগিয়ে আসার আহবান জানান আয়োজকরা।