সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে প্রায় ২৮ দিনের মাথায় আবারও দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬ লক্ষ টাকার প্রাইভেট কার।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার ভোর ৪ টার দিকে গজনাইপুর ইউনিয়নের খন্দকার বাড়িতে সাবেক ইউপি সদস্য খন্দকার আক্তার মিয়ার বাড়ির উঠানে রাখা খন্দকার আমিনের প্রাইভেট কার ঢাকা মেট্রো (গ ১১-১০১২) আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় আগুনের লেলিহানে দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন দেখে ঘুম থেকে উঠে এগিয়ে আসলে দীর্ঘ ১ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন স্থানীয় লোকজন। এদিকে গোপলার বাজার ফাঁড়ি পুলিশের এ এস আই সুহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, গত ১ অক্টোবর বনগাঁও গ্রামের ছালিক মিয়ার মার্কেটের একটি অংশ ভাড়া নিয়েছিলেন বনগাঁও গ্রামের সাংবাদিক এম এ মুহিত তাঁর অধীনে দীর্ঘদিন ধরে ছালিক মিয়ার মার্কেটে লোকজনের বিভিন্ন মালামাল এবং সাংবাদিক এম এ মুহিতের মোটর সাইকেল সহ আরো কয়েকটি মোটর সাইকেল রাখা হতো। ১ অক্টোবর ভোর রাত্রে মার্কেটে আগুন দেয় দুর্বৃত্তরা।
এসময় পাশের দোকান ফয়ছল ষ্টোরে ঘুমিয়ে ছিলেন দোকানের মালিক ফয়ছল আহমেদ। ফয়ছল যাতে কোনো ভাবে দোকান থেকে বের হয়ে আসতে না পারে সেই জন্য দুর্বৃত্তরা ফয়ছল আহমেদের দোকানের একমাত্র ফটকে রশি দিয়ে বেধে রাখে। দুর্বৃত্তদের আগুন দেয়ার কিছুক্ষণ পরে দোকানের ফটক ভেঙ্গে বের হয়ে আসে ফয়ছল আহমেদ।
এসময় ফয়ছলের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। দুর্বৃত্তের আগুনে ছালিক মিয়ার মার্কেটে রাখা ৩টি মোটর সাইকেল, ৬০ মন ধান, চল্লিশ হাজার টাকার ঔষধ, মার্কেটে রাখা আরোও গুরুত্বপূর্ণ জিনিসপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক ক্ষতি হয়। বনগাঁও গ্রামের একের পর এক আগুন দেয়ার ঘটনায় এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী