ডেস্ক : ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশনের আউটারে শায়েস্তাগঞ্জগামী বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে ডাবল লাইন হওয়ার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আখাউড়া থেকে হবিগঞ্জের শায়েতাগঞ্জগামী বাল্লা লোকাল ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনের আউটারে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়।
স্টেশনে ডাবল লাইন হওয়ার কারণে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।