নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে প্রতিবছরে ন্যায় এবারো চারাভাঙ্গাঁ ঐতিহ্যবাহী গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফে ৩০ অক্টেবর রবিবার দিনব্যাপী পবিত্রওরশ মোবরক অনুষ্ঠিত হতে যাচ্ছে। হবিগঞ্জের মাধবপুরে চারাভাঙ্গাঁ দরবার শরীফে পবিত্র ওরশ ৩০ অক্টোবর।
উক্ত অনুষ্ঠানের দিনে পবিত্র ওরশ সুচীতে বাঘছায়ারী আউলিয়া হযরত সৈয়দ শাহ গিয়াছ (রহঃ) কুতুবে বাঙ্গাল আলহাজ্ব খাজা সৈয়দ আবুল খায়ের (রহঃ) ও হযরতন মাওলানা সূফী খাজা সৈয়দ জুবায়েরুল লুছাইন (রহঃ) এর মাজার শরীফে দুপুর ১২ টা ১ মিনিটে গিলাফ ছড়ানো মধ্য দিয়ে সুরা ফাতেহা পাঠ করবে।
এরপর খতমে কোরআন, খতমে দুরুদ,খতমে গাউছিয়া, খতমে খাজেগান, বাদ মাগরিবে মাজার শরীফে মিলাদ ও জিয়ারত ওয়াজ মাহফিল, জিকির আজকার,আখেরী মোনাজাত শেষে তাবারুক বিতরণ হবে। এ উপলক্ষ্যে মহতী মাহইফলে যোগদান করিয়া আল্লাহ পারে রহমত, দয়াল নবী রাসুলে পাক (সাঃ) এর এশক মহব্বত ও অলি আল্লাহগণের ফয়েজ লাভ করতঃ এবং দুনিয়া ও আখেরাতের ফায়দা হাসিল করার জন্য দাওয়াত জানিয়েছেন চারাভাঙ্গাঁ গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ গিয়াছুল হুসাইন ফারুক।