সাখাওয়াত হোসেন টিটু : আমরা তো কোনো দোষ করিনি। আমরা তো প্রতিদিন স্কুলে যেতে চাই। সময়মতো পরীক্ষা দিতে চাই। ভালো রেজাল্ট করে বাবা মাকে খুশি করতে চাই। কিন্তু কেন তা হচ্ছে না ? কেন স্কুলে যেতে আসতে আজ ভয় পেতে হয়? আমাদের নিয়ে কেউ কি একটু ভাববেন ?
চোখে মুখে অসহায়ত্ব নিয়ে এভাবেই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিলেন হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অনেকজন শিক্ষার্থী।এসএসসি পরীক্ষা চলাকালে অবরোধ ও হরতাল বন্ধের দাবি জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চোখে মুখে দেখা যায় হতাশার কালোছায়া।কিন্তু কেউ যে তাদের নিয়ে ভাবছে না, সে কষ্ট নিয়েই তারা কথাগুলো বলছিলেন।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা তো কোনো দোষ করিনি। তারপরেও আমাদের মতো ছোটরা বোমাবাজদের শিকার হচ্ছি কেন ? কি আজব দেশে আমরা বাস করছি যেখানে পরীক্ষার সময়ও আন্দোলন চলে! আমাদের নিয়ে কেউ কি একটুও ভাববেন না ? আমরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে চাই। নাশকতা ও আতঙ্ক মুক্ত পরিবেশ চাই।
ছাত্ররা আরও বলে, ভাইয়া, এটা কেমন আন্দোলন ? শুধু মানুষ মরে! যেভাবে সারাদেশে বোমাবাজি চলছে, আমরা তো এখন স্কুলের ভেতরেও ভয় পাই।
এভাবেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা চলমান রাজনীতির নামে সহিংসতা ও নাশকতার প্রতিবাদ জানান।এসব সমস্যার সমাধানে রাজনীতিকদের প্রতি আহ্বান জানান।সেই সঙ্গে আসন্ন এসএসসি পরীক্ষার সময় অবরোধ ও হরতাল বন্ধে রাজনৈতিক দলের প্রধানের প্রতি অনুরোধ জানান।