চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজিপুর ইউনিয়ন যুবদলের কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। আগামী ২৯অক্টোবর গাজিপুর ইউনিয়ন যুবদলের কাউন্সিল অনুষ্টিত হবে।
কাউন্সিলে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৪জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সভাপতি পদে প্রার্থীরা হলেন যুবদল নেতা এনামুল হক এনাম ও মোঃ সোহেল শাহ।
সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন ডাঃ আঃ মান্নান, আসাদুজ্জামান শামীম, আঃ রউফ তরফদার ও মোঃ সাইফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা হলেন মোঃ হান্নান মিয়া, মোঃ রফিক মিয়া ও মোঃ উস্তার মিয়া।
প্রার্থীরা কাউন্সিলদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চুনারুঘাট উপজেলা যুবদলের গতিশীল নেতৃত্বে ১নং গাজিপুর ইউনিয়নসহ যুবদলের ১০টি ইউনিট কমিটি শক্তিশালী অবস্থান নিয়েছে।
উপজেলা যুবদলের সভাপতি পদে আঃ মতিন, সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক মিয়া মহালদার উপজেলা যুবদলের কমিটিতে আসার পর থেকে রাজপথের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবদল অংশগ্রহন করছে।
এদিকে ১নং গাজিপুর ইউনিয়ন যুবদলের কাউন্সিল সফল করতে উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব খাইরুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভ্পাতি আলহাজ্ব শামছুল হক তালুকদার এবং গাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুন্সি শফিকুর রহমান জামাল অগ্রণী ভুমিকা পালন করছেন।
উল্লেখ্য , গাজিপুর ইউনিয়ন যুবদলের ১৮জন কাউন্সিলর পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবেন এমন প্রত্যাশা করছেন যুবদলের নেতা কর্মীরা।