রায়হান আহমেদ, চুনারুঘাট : অবৈধভাবে অর্ধ রাস্তা পর্যন্ত পাথর-বালু স্তুপ করে রাখার ফলে প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ সড়ক দূর্ঘটনা। প্রাণ হারাচ্ছে শত শত সাধারণ মানুষ।
কিন্তু পাথর-বালুর মালিকগণ এসব দেখেও না দেখার বান করছেন। কিন্তু কেন! এ প্রশ্ন আজ সচেতন মহলের।
এ ধারাবাহিক দূর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন এক মাদ্রাসা শিক্ষক।
গতকাল রাত ১২.৩০ মিনিটে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট মহাসড়কের চাঁদ ভাঙ্গা তেমুনিয়া নামক স্থানে এ প্রাণ নাশের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অর্ধ রাস্তা পর্যন্ত পাথর-বালু স্তুপ করে রাখাতে মহাসড়কের পরিসর ছোট হয়ে যাওয়ায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধেঁ। সংঘর্ষে চুনারুঘাট উপজেলার চুরতা গ্রামের মোঃ কাদির মিয়ার পুত্র একই উপজেলার তাওশী কওমী মাদ্রাসার শিক্ষক মাওঃ সামছুল হক (২৮) গুরুতর আহত হন।
আহতাবস্থায় সামছুল হককে স্থানীয় এলাকাবাসী চুনারুঘাট উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। বুধবার সকাল ১১টায় চাঁদ ভাঙ্গা বাজারে নিহতের জানাযা অনুষ্ঠিত হয়।
সামছুল হকের মতো আর কতো প্রাণ নিঃশেষ হলে রাস্তায় পাথর-বালু, ইট রাখা বন্ধ হবে! এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবত্তীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সংশ্লিষ্ট কন্টাকটারকে রাস্তা থেকে পাথর-বালু সরানোর কথা বলা হয়েছে। কিন্তু কন্টাকটার প্রয়োজনীয় পদক্ষেপ নেয় নি বলেই আজ দূর্ঘটনার কবলে পড়ে প্রাণ হরাতে হলো মাদ্রাসা শিক্ষককে। তিনি আরো বলেন, এ ব্যাপারে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।