বোরহান উদ্দিন রাকিব, শায়েস্তাগঞ্জ থেকে : ইসলাম শান্তির ধর্ম, ইসলামের অপব্যাখ্যা দিয়ে একটি জঙ্গি গোষ্ঠী আমাদের দেশে মাথাচারা দিয়ে উঠেছে। তাদেরকে চিহ্নিত করে আমাদের নির্মূল করতে হবে। ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ বরদাস্ত করা হবে না। ইসালামী ফ্রন্টের নেতাকর্মীকে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শায়েস্তাগঞ্জ থানা ও পৌর শাখার অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
২৫শে অক্টোবর মঙ্গলবার বাদ মাগরীব শায়েস্তাগঞ্জ থানা আহ্লে সুন্নাত ওয়াল জামাতের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি অধ্যাপক মাওঃ শাহাব উদ্দিন ও পৌর শাখার সভাপতি আলহাজ্ব ডা. আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে থানা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মুফতি হারুনুর রশিদ ও পৌর শাখার সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সচিব জননেতা আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ গোলাম সারোয়ারে আলম গোলাপ, শায়েস্তাগঞ্জ থানা আহ্লে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব মাওঃ সাজিদুর রহমান, দক্ষিণ হবিগঞ্জ সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল হান্নান তালুকদার মোহন, চুনারুঘাট আলীম উল্লাহ মাদরাসার প্রিন্সিপাল এ.কে.এম আফসার আহমদ তালুকদার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি সৈয়দ মাহ্মুদুর রেজা হারুন, মোঃ মুসলিম উদ্দিন ধনি, প্রভাষক নূরুল আলম সিরাজী, মাওঃ সৈয়দ আব্দুর রহমান, শায়েস্তাগঞ্জ থানা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল আমল সিদ্দিকী, ইসলামী ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক কাজী আব্দুল আওয়াল মামুন, সাংগঠনিক সম্পাদক ডা. মাওঃ আব্দুল কাদির, প্রভাষক মাওঃ মাসুদুর রহমান, মাওঃ ছায়েদ আলী, মাওঃ তাজুল ইসলাম বিপ্লবী, মুফতি রেজাউল করিম, মাওঃ কামাল উদ্দিন, মাওঃ মোশাহিদুল ইসলাম, মাওঃ শাহ আলম জিহাদী, মাওঃ আক্তার আলী, মাওঃ আবু তাহের গণি, মাওঃ জসিম উদ্দিন, আবু তাহের মাষ্টার, যুব নেতা মাওঃ হেলাল উদ্দিন হেলালী, এতে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান ও ছাত্রসেনার উপদেষ্ঠা জালাল আহমদ, মোঃ লিলু মিয়া, মোঃ আব্দুল জব্বার, আলহাজ্ব আব্দুল হাই, এডঃ শামীম চৌধুরী, মোঃ শাকিল ভান্ডারী, মোঃ ইমরানুল হক ইমরান, মোঃ জামাল মিয়া, মোঃ রুমেল মিয়া, মোর্শেদ কামাল, হীরা মিয়া, হেলাল মিয়া, মাওঃ নূরুজ আলী, জুবায়ের আহমদ সবুজ আত্তারী, মাহমুদ মিয়া, সৈয়দ মহসীনুর রেজা নিয়াজ, মৌলভী আব্দুল গফুর, ছাত্র নেতা মোঃ জালাল উদ্দিন, ফয়ছল আহমেদ, সুজন আল বাসার, তামীম, রুমান প্রমূখ।
জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ারে আলম গোলাপ উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। পরিশেষে সর্বস্তরের সকল সুন্নী জনতার প্রতি ঈমানী দায়িত্ব হিসাবে আগামী ১২্্ই নভেম্বর ঢাকার মহা সমাবেশকে সফল করার আহবান জানিয়ে দেশ ও জাতীর কল্যানে মোনাজাত পরিচালনা করেন আল্লামা আফসার আহমেদ তালুকদার।