নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে বিদ্যুত বিল দেয়া নেয়াকে কে›ত্র করে দুই দলের সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার জামারগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, জামারগাও গ্রামের কাজল মিয়ার একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মোরেগের খামার করে আসছিলেন একই গ্রামের সায়েদ মিয়া। সোমবার দুপুরে ওই ঘরের বিদ্যুৎ বিল পরিশোধ করা না করা নিয়ে দুই জনের মধ্যে বাকবিতন্ডা এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এঘটনা উভয় পরিবারের লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেলে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। এর মাঝে সুয়েল মিয়া (২৪), খয়ের উল্লা (৪৮), আব্দুন নুর (৭৫) সোহাগ মিয়া (২৩), সেবুল মিয়া (২৪), তাজুদ (১৮), তারিক মিয়া (৩০), আনোয়ার হোসেন (২৫), আলী হোসেন (১৮), ছায়েদ আলী (৩৪), রাসেল (২৪), ফয়সল মিয়া (২৪), রিপন মিয়া (১৯), মুগর মিয়া (২৮), গানু মিয়া (২৪), আহাদ মিয়া (৩৬), সুজন মিয়া (২৮), আকবর মিয়া (৫০), নুরুল হক (১৯) ও মামুন (১৪), জুবেল মিয়া (২২) কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।