আবুল হাসান ফায়েজ / হামিদুর রহমান, মাধবপুর(হবিগঞ্জ)থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৩ শ ৩০ মেগাওয়াট গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মানের ফলে অত্র এলাকার আর্থ সামাজিক ও পরিবেশের উপর প্রভাব নিয়ে মতামত সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে সভা অনুষ্টিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার (ভুমি) টিনা পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিদ্যূৎ উন্নয়ন বোর্ড সেন্টার ফর এনভাইরনমেনটাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের টিম লিডার ইঞ্জিঃ জালাল আহাম্মেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সুকোমল রায় ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিব উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, ডাঃ ফয়সল আহাম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সুলায়মান মজুমদার, শিক্ষক ফয়জুর রহমান , প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ অলিদ মিয়া, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাহ মোঃ সেলিম, ব্যবসায়ী মশিউর রহমান বাদশা প্রমুখ।
মত বিনিময় সভায় বক্তারা ৩ শ ৩০ মেগাওয়াট গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মানের ফলে এলাকায় কি কি সমস্যা হবে তা তুলে ধরেন।