বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী আলিফ সোবহান চৌধুরী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ১২ ফেব্রুয়ারী।
নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার প্রচারনা। প্রার্থীরা দ্বারস্থ হচ্ছেন ভোটারদের কাছে। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে প্রার্থীরা ছাত্র-ছাত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে উপস্থিত হচ্ছে।
করাঙ্গী নিউজকে কয়েকজন অভিভাবক জানান, প্রতিদিনই প্রার্থীরা আমার কাছে আসছেন। কাকে ভোট দিব এখন পর্যন্ত ঠিক করতে পারছি না।
তিনি আরও জানান, খুজছি ভাল প্রার্থী পেলেই ভোট দিতে যাব।
কলেজ সূত্রে জানা যায়, তিনজন অভিভাবক প্রতিনিধি নির্বাচন করতে প্রার্থী হয়েছেন ৫ জন। তাদের মধ্যে সাংবাদিক জাবেদ আলী (দোয়াত কলম), আসকার আলী (চেয়ার), আব্দুস ছাত্তার (হারিকেন), জাহিদুল ইসলাম জিতু (ছাতা) প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
এবার নির্বাচনে সিঙ্গেল ভোট গ্রহন যোগ্য হবে না। প্রতি জন ভোটার তিনজনকে ভোট প্রদান করতে হবে। নতুবা ভোট বাতিল বলে গন্য করা হবে।
২০১৫ সালে ভোটার সংখ্যা ১৭৭৫ বলে জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান।