বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

বাহুবলে ভাঙচুরের ঘটনা সালিশে নিষ্পত্তি

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীনের কার্যালয় ঘেরাওয়ের সময় ভাঙচুরের ঘটনার নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার বিকেলে সালিশের মাধ্যমে এ ঘটনার নিষ্পত্তি করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সালিশে নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করেন।

হবিগঞ্জ-১ আসনের এমপি মুনিম চৌধুরী বাবু ও বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করেন।

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক সাবিনা আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীনের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে লাঠিচার্জ করা হলে মিছিলটি একপর্যায়ে বাহুবল থানা ক্যাম্পাসে ঢুকে হট্টগোল সৃষ্টি করে ও থানার জানালার গ্লাস ভাঙচুর করে।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে ১৪ জন বুলেট বিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!