বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীনের কার্যালয় ঘেরাওয়ের সময় ভাঙচুরের ঘটনার নিষ্পত্তি করা হয়েছে।
বুধবার বিকেলে সালিশের মাধ্যমে এ ঘটনার নিষ্পত্তি করা হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সালিশে নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করেন।
হবিগঞ্জ-১ আসনের এমপি মুনিম চৌধুরী বাবু ও বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করেন।
এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক সাবিনা আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীনের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে লাঠিচার্জ করা হলে মিছিলটি একপর্যায়ে বাহুবল থানা ক্যাম্পাসে ঢুকে হট্টগোল সৃষ্টি করে ও থানার জানালার গ্লাস ভাঙচুর করে।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে ১৪ জন বুলেট বিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়।