:
দেশের শান্তি ও স্থিতিশীলতার দাবিতে অনশন শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুর ১২টায় অনশনে অংশ নেন এরশাদ।
কর্মসূচিতে অংশ নিয়েছেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবুল হোসেন বাবলা ও প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান প্রমুখ।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে যা চলছে তাকে আন্দোলন বলা যায় না, এটা সন্ত্রাস। আমরা সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ চাই। তাই শান্তির দাবিতে আমাদের নেতা অনশনে বসেছেন।
অনশনে অংশ নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিকেল চারটা পর্যন্ত অনশন চলে।
Share on Facebook