হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার এর ত্রৈ-বার্ষিক (২০১৬-২০১৯) কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ভারপ্রাপ্ত সম্পাদক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, আঞ্চলিক উপ-কমিশনার মোঃ মবশ্বীর আলী, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সহকারি পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
কাউন্সিলে জেলা প্রশাসক সাবিনা আলমকে পদাধিকারবলে সভাপতি, চুনারুঘাট সরকারী কলেজের অধ্যক্ষ অসিত কুমার পাল, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল কাইউম, গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী, হবিগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, হবিগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালকে সহ সভাপতি, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীনকে কোষাধ্যক্ষ, হবিগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবদুল কাইয়ুমকে সম্পাদক, শচীন্দ্র ডিগ্রী কলেজের রোভার স্কাউট লিডার রনজিত কুমার দাসকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া রোভার স্কাউট লিডার প্রতিনিধি নির্বাচিত হন সরকারি মহিলা কলেজের জাহেদা জেসমিন চৌধুরী ও আলেয়া জাহির কলেজের মোঃ আব্দুল জলিল রনি।
গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি নির্বাচিত হন আলেয়া জাহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম দাস ও বানিয়াচং ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদাল হোসেন খান। বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক জেলা রোভার স্কাউটের কমিশনার নির্বাচিত হন ।
সম্পাদক পদে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী প্রার্থী এডভোকেট মোহাম্মদ আবদুল কাইয়ুম ২৫ ভোট এবং তার প্রতিদ্বন্ধী প্রার্থী শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম ১৪ ভোট পান। এতে ১৪টি কলেজ ও মুক্ত স্কাউট গ্রুপের ৪০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
কাউন্সিলের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সফলভাবে অনুষ্ঠানের জন্য অংশগ্রহনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলায় রোভার স্কাউটের কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান।