মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপকরন দিয়ে আইসক্রিম তৈরীর অভিযোগে একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার এই দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর বাজারে মোঃ মুকিদ মিয়ার মালিকানাধীন আল- মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক রং সহ বিভিন্ন উপকরন ব্যবহার করে আইসক্রিম তৈরী করে আসছিল।
অভিযোগ পেয়ে সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ফ্যাক্টরির মালিকে ১০হাজার টাকা জরিমানা নগদ আদায় করা হয়।