নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডা: মুশফিক হুসেন চৌধুরী বলেছেন,বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার এদেশে সাধারণ মানুষের মূখে হাসি ফোটাতে চায়, শেখ হাসিনা গরীবের মূখে ভাত দিতে ১০ টাকা কেজি চাল, ১০ টাকায় ব্যাংক একাউন্ট, মুক্তিযোদ্ধা সম্মানী, বয়স্ক ভাতা বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালীন ভাতা দিয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে চায়। শেখ হাসিনার উপহার বিদ্যুৎ তা কারো কৃতিত্ব নয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ২০১৯ সালের মধ্যে সারা দেশে ঘরের বিদ্যুৎ পৌছে দেয়া হবে।
তিনি গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলীপুর গ্রামের বিদ্যুতের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্ব ও খলিলুর রহমান সাদীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পল্লী বিদ্যুতের পরিচালক এডভোকেট ফারুক আহমদ, ডিজিএম আব্দুল বারিক, প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান হাজ্বী আব্দুল মুক্তাদির চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি সেকুল ইসলাম চৌধুরী, হায়দর মিয়া, হাজ্বী আব্দুল মতিন, আতাউর রহমান, সফিক মিয়া চৌধুরী, মালিক মিয়া চৌধুরী, আব্দুর রব চৌধুরী, আবু বক্কর, হোসেন মিয়া, এখন মিয়া, ময়না মিয়া, বশির আহমদ, আঙ্গুর মিয়া, মানিক মিয়া, মনিরুজ্জামান প্রমূখ।
অনুষ্টানের শুরুতে কোনআন তেলাওয়াত করেন মাওলানা খলিলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন, মুফতি আবু ইউসুফ চৌধুরী। পরে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী সুইচ টিপে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৮ কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন। ৪ শত ১৩ জন গ্রাহকের বাসায় বিদ্যুতের লাইনের সংযোগ দেয়া হয়। এছাড়া সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য আসাদ হোসেন চৌধুরী, ছাত্রলীগ নেতা ইমন আহমদ চৌধুরী, এমদাদুর রহমান টিপু মিয়া, আবু হানিফা প্রধান অতিথি ও বিশেষ অতিথিবুন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্টানে নবীগঞ্জ সদর ইউনিয়নের অন্যান্য সদস্য ও সদস্যাবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।