নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে হযরত ইমাম হাসান ও হযরত হুসাইন (রাঃ) এর স্বরণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ব্যাপী উপজেলার কায়স্থগ্রামস্থ নবীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক সাংবাদিক মতিউর রহমান মুন্নার গ্রামের বাড়িতে উক্ত ২য় তম ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপিতত্ব করেন ঐহিত্যবাহী খান্দুরা রাকিবিয়া দরবার শরীফের আওলাদে রাসূল (সাঃ) হযরত পীরজাদা সৈয়দ সাজিদুল হুসেন রোমান। এবং সার্বিক ত্বাত্তাবধানে ছিলেন খুর্শেদ মিয়া। প্রধান অতিথি ছিলেন, মুফাচ্ছিরে কোরআন সুন্নতে নয়নমনি খান্দুরা জামে মসজিদের খতিব হযরত মাওলানা আল্লামা মোঃ রোকনুজ্জামান নোমানী।
বিশেষ অতিথি ছিলেন, মুফাচ্ছিরে কোরআন কুকিল কন্ঠস্বর নাসির নগরের হযরত মাওলানা শফিকুর ইসলাম সিদ্দিকী, প্রধান আকর্ষণ ছিলেন ১১ বছরের শিশু বক্তা সৈয়দ আলকাস হোসেন তাছকির। এছাড়াও আব্দাল হোসেন বিপ্লবী (দিনারপুরী), কায়স্থগ্রাম জামে মসজিদের ইমাম আব্দুল বাছিদ ও ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীরমাশায়েকবৃন্দসহ পীরজাদা সৈয়দ কোমল হোসেন, সৈয়দ তাকবিয়াতে হক রিপন সংক্ষিপ্ত উক্ত মাহফিলে আলোচনা করেন।