সিলেট: রোববার (১ ফেব্রুয়ারি) সিলেট জেলা ও মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ হরতালের বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ও সারাদেশে ছাত্রদল নেতাকর্মীদের নামে হামলা-মামলা ও নির্বিচারে হত্যার প্রতিবাদে এ হরতাল ডাকা করা হয়।
এদিন হরতাল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান নুরুল আলম।