লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার ঘরদাইর গ্রামে দুর্গা পুজা মন্ডপের গেইট ভাঙ্গার জের ধরে দুই দল মহিলার সংঘর্ষে পুরুষসহ ১৫ জন আহত হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মিনতি দাশের পুত্র রঞ্জন দাস (৪০) গ্রামে গেইট নির্মাণ করে। গেইটটি ভেঙ্গে ফেলে একই গ্রামের রাবন দাসের পুত্র শিবু দাস (৩৫)। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে তাদের মাঝে বাকবিতন্ডা ও উত্তেজনা চলে আসছে। গতকাল এরই জের ধরে উভয়পক্ষের মহিলারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুরুষরাও যোগ দেয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় শিবু দাস (৩৫), স্তুলতা দাস (৫০), রামমন চন্দ্র দাস (২৫), সজল দাস (২৫), রামু দাস (৪০), শৈলেন্ড দাস (৬০) ও কুমারি দাস (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আশংকাজনক অবস্থায় রঞ্জন দাস (৪০) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।