খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাটে বাল্য বিবাহ মুক্ত ঘোষণার ১৭দিনের মাথায় বাল্য বিবাহের আয়োজন। আর এ বাল্য বিবাহ আয়োজন করা হয় চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউপির আলীরাজাপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ মিয়ার বাড়িতে।
স্কুল পড়–য়া অষ্টম শ্রেনীর ছাত্রী মনি আক্তার (১৪) এর বিয়ে ঠিক হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিবাহের খবর পেয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল বিয়ে বাড়িতে যান।
সেখানে গিয়ে মেয়ের বাবা আব্দুর রউফকে মেয়ে বয়স সর্ম্পকে জানতে চাইলে তখন বাধে বিপদ। মেয়ের বাবার কাছে বয়স প্রমানে জন্য মেয়ে জন্মনিবন্ধন কার্ড ও স্কুলের রেজিষ্টারে অনুসারে কোন মিল নেই পাওয়া যায় নি। স্কুলের রেজিষ্টার অনুযায়ী মেয়ের বয়স ৫ই ফেব্র“য়ারী ২০০২ইং।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবা আব্দুর রউফকে ১হাজার টাকা জরিমানা প্রদান করেন। সাথে সাথে ওই কিশোরীর প্রাপ্ত বয়স না হওয়ায় বাল্য বিবাহটি বন্ধ করে দেন।
মেয়ের বয়স ১৮ নাওয়া হওয়ার পর্যন্ত বিয়ে স্থগিত রাখার নির্দেশ দেন এবং স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব আবদে হাসনাত চৌধুরীসহ সনজু ও ইউপি সদস্য দুলাল ভূইয়াসহ গন্যমান্য ব্যক্তিকে প্রশাসন অবহিত করেন। যাতে ওই কিশোরীকে অন্য নিয়ে গিয়ে বিয়ে না দেয়া হয়।
উল্লেখ্য, উপজেলার আলীরাজাপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুর রউফের কিশোরী কন্যা মনির সাথে ও একই উপজেলার মিরাশী ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে খলিলুর রহমানের সাথে বিয়ে ঠিক হয়।
গতকাল রোববার বিয়ের হওয়ার দিনক্ষন ঠিকটাক ছিল। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়েটি পন্ড হয়ে যায়।