চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে ফিল্মিস্টাইলে গরু সহ ২ চোরকে আটক করলেন ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু ।
সকাল ১১ টায় উপজেলার বাসুল্লা ও আলীনগর পাহাড়ে অভিযান করে তিনি কুখ্যাত গরু চোর আরজু মিয়া( ৪০) ও আঃ মান্নান( ৪৫) কে আটক করেন।এ সময় চোরদের কাছ থেকে ১ টি গাভি উদ্ধার করতে সক্ষম হন।গহিন পাহাড়ের এই ঠিলা থেকে ওই ঠিলায় দৌড়াদৌড়ি করে অনেক কষ্ঠের বিনিময়ে রিতিমত ফিল্মিস্টাইলে ই গরু গুলো উদ্ধার করা হয়।
এসময় চেয়ারম্যান কে সহযোগীতা করেন বাসুল্লা ওয়ার্ডের সাহসী মেম্বার ছালেক মিয়া ও রেমা চা বাগানের মেম্বার নির্মল চন্দ্রদেব সহ এলাকাবাসী।স্থানিয় সংসদ সদস্য এড. মাহবুব আলী ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বাসুল্লা বাজারে আইনশৃঙ্খলা সভায় অপরাধীদের হুশিয়ারী করে বক্তব্য দেয়ার ১ মাসের মধ্যেই সংঘবদ্ধ গরুচোর বাহিনী এমন নিকৃষ্ট কাজ করলো।
নাম প্রকাশে অনিশ্চুক একাধিক এলাকাবাসী জানান বাগিয়ার গ্রামের সিদ্দিক মিয়া,বাদাই মিয়া,আফজাল, ও ফয়সল মিয়া নেতৃত্বে চুনারুঘাটের পূর্ব- দক্ষিনাঞ্চলের গরুচুরি,গাজাঁ ব্যবসা সহ সকর প্রকার অপরাধ সংগঠিত হচ্ছে।সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম বলেন তার সময়ে ইউনিয়নে এত চুরি ডাকাতি ছিল না।
বর্তমানে চোরদের সাথে সখ্যতা গড়ে উঠায় এর উপদ্রব বেড়েগেছে।আর নিরিহ চা শ্রমিকদের ঘরে চুরি করার মত জঘন্যতা আর কি হতে পারে।
তিনি অচিরেই চোর ও চোরা কারবারিদের শক্তহস্তে দমন করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার পরামর্শ দেন।উল্লেখ্য গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগানের শ্রমিক খেলারাম সাওতালের ঘরে থাকা ৩ টি গরু চুরি হয়।পরে স্থানিয় আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সন্ধান পেয়ে পাহাড়ের জঙ্গল থেকে গরু গুলো উদ্ধার করেন।