হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া মোকামে তাজিয়া মিছিল শেষে ফেরার পথে জমি দিয়ে দৌঁড়ানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে।
বুধবার বিকেলে তেঘরিয়া মোকাম থেকে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিল শেষে ফেরার সময় ওই গ্রামের মর্তুজ আলীর ছেলে সুজন দৌঁড়ে হাসান মিয়ার জমির উপর দিয়ে যাচ্ছিল। এ নিয়ে হাসান ও সুজনের মাঝে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে উভয়েরপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। এর মাঝে গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ৩০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে দুই গ্রামের পরিস্থিতি শান্ত আছে।