এস এইচ টিটু,সুতাং থেকে : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়েছে। ‘হায় হাসান-হায় হুসেন’ ধ্বনিতে মুখরিত হয়েছে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানাধীন নূরপুর,নছরতপুর,বারলারিয়া,চন্ডীপুর, পাঁচগাঁও, শৈলজুড়া,সুরাবই,পুরাসুন্দার পাক পাঞ্জাতনের মোকামগুলো।
শানে পাঞ্জাতনগুলোতে কারবালার করুন মাতমে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। শিশু, কিশোর, বৃদ্ধ নারী-পুরুষ সবাই একত্রে মাতম করছেন পাক-পাঞ্জাতনের শানে ।
প্রথম মরহম থেকে এলাকার পাঞ্জাতনের মোকামগুলোতে পবিত্র আশুরার জারী চলছিল এবং তা বুধবার বিকালে ১০ মরহম তাজিয়া মিছিল নিয়ে সুতাং বাজারে সবাই একত্রিত হয় এবং জারি ও ‘হায় হাসান-হায় হুসেন’ এর মাধ্যমে সমাপ্ত হয়।
শুধু জারীই নয় পবিত্র আশুরাকে উপেলক্ষে কোরআনে খতম, আলোচনা সভা, মিলাদ মাহফিল, রোজা পালন, গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করছেন এলাকার মুসল্লিগণ। মসজিদে মসজিদে আলোচনা সভা, জিকির ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে পবিত্র আশুরা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, জপ্রতিনিধি ও নানা পেশার লোকজনের উপস্থিতি ছিলো নজর
কাড়ার মতো।