শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: জানাযায়, গত শনিবার রাত সাড়ে ৯টায় চুনারুঘাট উপজেলার দূর্গাপুর বাজার হতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে আসার জন্য অজ্ঞাতনামা ৪ জন লোক অটো রিক্সাটি (রেজিঃ নং- ৩০৯) রিজার্ভ করে।
পরে অটো রিক্সাটি হাতুরাকান্দি রাস্তার মাথায় পৌছলে যাত্রীবেশে অজ্ঞাতনামা ৪ জন লোক চালক নাছির উদ্দিনকে প্র¯্রাব করার কথা বলে থামায়। এসময় তারা চালক নাছির উদ্দিন কে মারধর করে ধান ক্ষেতে ফেলে দিয়ে অটো রিক্সা ছিনতাই করে নিয়ে যায়। পরে চালক নাছির উদ্দিন আহত অবস্থায় সিএনজি যোগে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এসে অটো রিক্সার মালিক সিরাজ আলীকে বিষয়টি জানান।
এ খবর পেয়ে মালিক সিরাজ আলী চালক কে নিয়ে ঘটনা স্থলে গিয়ে বিষয়টি অবগত হন এবং চালক নাছির উদ্দিনকে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
এ ব্যাপারে ব্যাটারী চালিত অটো রিক্সার মালিক মোঃ সিরাজ আলী গত রবিবার চুনারুঘাট থানায় একটি জিডি (নং ৩৫৫/১৬) এন্টি করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১০টায় চুনারুঘাট থানার এস আই মলাই এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার করিম পুর গ্রামের কবির মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটো রিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে যান।