চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দিন দুপুরে চিনতাইকারীর হামলায় কলেজ ছাত্র ইফতেখারুল আলম জীবন (১৯) কে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
এসময় চিনতাইকারীর হামলায় চালিয়ে ৫০ হাজার ৫শ’ টাকা লুটে নিয়ে যায়। সে পৌর শহরের বাল্লা রোডের চন্দনা গ্রামের জমির আলীর ছেলে। সোমবার দুপুরে পৌর শহরের নিরঞ্জন সিটির সামনে এ ঘটনাটি ঘটে।
আহত সুত্রে জানাযায়, ওই দিন দুপুরে পৌর শহরের নিরঞ্জন সিটির মার্কেটের জান্নাত কসমেটিক সামনে বের হয়ে কলেজ ছাত্র জীবন ৫০ হাজার ৫শ’ টাকা নিয়ে মধ্যবাজারের ব্যাংকে জমার দেয়ার উদ্দেশ্যে রওনা হয়।
রাস্তা উৎপেত থাকা উপজেলার আইতন গ্রামের সুমন মিয়া (২০) ও একই গ্রামের রাজীব মিয়া (২০) সহ ৪/৫ দুর্বুত্তরা জীবনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।
এতে জীবন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় জীবনকে বাজারের ব্যবসায়ীরা উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।