বিনোদন ডেস্ক : লেখার শিরোনাম দেখে একটু অবাক হতে পারেন। মৃত মানুষ ফিরে কিভাবে? মৃত মানুষও ফিরতে পারে তার কাজের মাধ্যমে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মান্নার মৃত্যুর প্রায় ৭ বছর পর তার অভিনীত একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে ২৬ মার্চ। বলা হচ্ছে এই ছবিটিই মান্না অভিনীত শেষ মুক্তি প্রাপ্ত ছবি হতে যাচ্ছে।
জাহিদ হোসেন ও খোরশেদ আলম খসরুর যৌথ পরিচালনায় নির্মিত ছবিটির নাম ‘লীলা মন্থন’। প্রযোজক প্রতিষ্ঠান সূত্রে জানানো হয় ছবিটির শুটিং শুরু হয়েছিল প্রায় ১০ বছর আগে। কিন্তু নানা কারণেই ছবিটি এতদিন আলোর মুখ দেখতে পারেনি। কিন্তু অবশেষে ২৬ মার্চ ছবিটি মুক্তি পাবে বলে বাংলামেইলকে নিশ্চিত করেন খোরশেদ আলম খসরু। এই ছবিতে মান্নার সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী, পপি ও শাহনূর, মুক্তি, দিঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।
খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২৬ মার্চ দিনটিকেই বেছে নিয়েছি ছবিটি রিলিজ করার জন্য। কারণ আমাদের ছবির গল্প মুক্তিযুদ্ধের। মান্নার ভক্তদের জন্য অন্যরকম একটি ছবি হবে এটি।’
বলে রাখা ভালো, এ অভিনেতা ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন। ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্ম নেয়া মান্নাকে সমাহিত করা হয়েছে তার জন্মস্থানেই। ১৯৮৪ ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন মান্না। তার পুরো নাম এস এম আসলাম তালুকদার। তার অভিনীত প্রথম ছবি ছিল তওবা, তবে প্রথম মুক্তি পেয়েছিল ‘পাগলি’ ছবিটি। মান্না অভিনীত ছবির সংখ্যা দুইশরও বেশি। তার উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে দাঙ্গা, দেশপ্রমিক, লুটতরাজ, তেজী, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধু এক স্বামী, লাল বাদশা, আব্বাজান, আম্মাজান, মনের সাথে যুদ্ধ, পিতা মাতার আমানত ছবিগুলোর প্রযোজকও ছিলেন তিনি। কাজের স্বীকৃতি স্বরুপ ২০০৫ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।