চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন শাহজীবাজার রাবার বাগান এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার বেলা দুইটার দিকে উপজেলার চুনারুঘাটের শাহজীবাজার এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এ দন্ডাদেশ প্রদান করা হয়।
নির্বাহি ম্যাজেষ্ট্রেট সাইফুল ইসলাম অভিযান চালিয়ে পিপি এন্টারপ্রাইজের মালিক আবু তাহের তরফদার তৌফিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।
এ সময় চুনারুঘাট থানার এসআই ফারুক তৌফিককে হ্যান্ডকাপ পরিয়ে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।