নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোস্তফা কামাল’র মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক প্রকাশ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছালেহ চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ বেলাল, উজ্জ্বল আলী সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছালেহ আহমদ জীবন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোস্তফা কামাল শুক্রবার দিবাগত ভোর রাত ৩টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।