হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে এক লন্ডন প্রবাসীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করেছে।
রবিবার ভোর রাতে শায়েস্তানগরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শহরের শায়েস্তানগর এলাকার লন্ডন প্রবাসী হাজী ইব্রাহিম আলীর নজিরা ভবনে জানালার গ্রিল ভেঙ্গে ডাকাতরা ভিতরে প্রবেশ করে।
ডাকাতরা অস্ত্রেরমুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।