শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের লস্করপুর রেল গেইট থেকে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ডিবি’র এস আই সুদীপ রায় গোপন সংবাদের ভিত্তিতে লস্করপুর রেল গেইটের দক্ষিণ-পশ্চিম এলাকা থেকে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র ফারুক মিয়া (২২), একই গ্রামের ইদ্রিস আলীর পুত্র লালু মিয়া ওরফে জুয়েল (২৮) ও নয়ানী বনগাও গ্রামের আব্দুল কাদিরের পুত্র আলমগীর মিয়া (১৯)। আটককৃতরা জানায়, চুনারুঘাটের কুখ্যাত মাদক ব্যবসায়ি মহরম আলী তাদেরকে দিয়ে ৮ কেজি গাঁজা পাচার করতে চেয়েছিল। ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত উল্লেখিত পরিমাণ গাঁজার মূল্য এক লাখ টাকার উপরে।