চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের ওয়াব উল্লা গ্রামের দুবাই প্রবাসী সৈয়দ আলীর স্ত্রী ছফিনা খাতুনের বসতঘরে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ ৬০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার যার বাজার মূল্য প্রায় ৮২ হাজার টাকা, ২টি ম্যাগলাইট যার মূল্য ৬ হাজার টাকা ও বিদেশী কাপড়-চোপড় সহ মোট ১ লক্ষ ৪৮ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে ৬/৭ জনের একদল মুখোষধারী ডাকাতের দল রানীগাঁও ইউনিয়নের ওয়াব উল্লা গ্রামের দুবাই প্রবাসী সৈয়দ আলীর স্ত্রী ছফিনা খাতুনের বসতঘরে প্রবেশ করে বাড়ির দরজা-জানালা ভেঙ্গে বাড়ি লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট করে উল্লেখিত পরিমান মালামাল লুট করে।
এসময় বাড়ির লোকজনের আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাতদলরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার এস.আই ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদলকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়েছে। এ ঘটনায় আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী ছফিনা খাতুন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এদিকে ডাকাতির ঘটনায় গ্রামের মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে।