এস এইচ টিটু : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনে সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিনে আগুন ও লাইনচ্যুত তিন বগি উদ্ধারের ১০ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল ১০ টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেন এ দুঘর্টনার শিকার হয়। খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর সাড়ে ১২টা থেকে লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ৭ টার দিকে উদ্ধার কাজ শেষ করে।
এদিকে পারাবত ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী জয়েন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ, চট্রগ্রামগামী পাহাড়িকা ট্রেন শ্রীমঙ্গল, সিলেটগামী জয়েন্তিকা ট্রেন আজমপুর ও সিলেটগামী পাহাড়িকা ট্রেন আখাউড়া স্টেশনে আটকা পড়ে। এতে ট্রেন যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের উর্ধ্বতন উপসহকারি প্রকৌশলী (পথ) রুহুল আকতার খান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দুঘর্টনায় কবলিত বগি উদ্ধার করা হয়েছে।
নোওয়াপাড়া স্টেশন মাষ্টার আবু সাঈদ জানান, রাত পৌর ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।