নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামে সাবেক এক কাউন্সিলরের চাচা’ জয়ন্ত গোপ এলোপাথাড়ী হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রী বিনা রানী দাশ (৫০) নামের এক মহিলা গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জানিয়েছেন, আহত মহিলার হাতে ধারালো অস্ত্রের আঘাতসহ একটি আঙ্গুল ভেঙ্গে গেছে। তবে অর্থের অভাবে উন্নত চিকিৎসার জন্য সিলেট যেতে পারছেন না বলে জানিয়েছেন আহত মহিলার মেয়ে ও পুত্রবধু। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত প্রায় ১০ টার দিকে।
স্থানীয় সুত্রে জানাযায়, করগাওঁ ইউনিয়নের বড় সাকুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনিশ রঞ্জন দাশ প্রায় দু’ বছর যাবৎ স্ত্রী, পুত্র ও পুত্রবধু’কে নিয়ে কেলী কানাইপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। বুধবার রাত ১০ টার দিকে পুর্ব আক্রোশে ওই গ্রামের সাবেক কাউন্সিলর’র চাচা জয়ন্ত গোপসহ ২/৩ জন লোক উক্ত মহিলা’কে এলোপাথাড়ি মারপিট করে হাড়ভাঙ্গা জখমসহ গুরুতর আহত করে। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বিনা রানী দাশ মামলার প্রস্তুতি চলেছে। এ দিকে নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবার আহত বিনা রানী দাশের সু-চিকিৎসাসহ হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।