নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের ৯টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩১ আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২২ জন ও নিয়মিত মামলার ৯ আসামি রয়েছে।
এদিকে গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার গ্রীণ স্টার মটরস থেকে শায়েস্তাগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মজিদকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল মজিদের বিরুদ্ধে গাড়ি পুড়ানোসহ কয়েকটি অপরাধে মামলা রয়েছে। তিনি শায়েস্তাগঞ্জের আলাপুরের আব্দুস সামাদের পুত্র। তিনি এক সময় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ছিলেন।