মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে
নবীগঞ্জের বহুল আলোচিত কলেজ ছাত্রী তন্নী রায় (১৮)এর লাশ উদ্ধারের ১৫ দিন অতিবাহিত হলেও ঘাতকরা এখনোও ধরা ছোয়ার বাহিরে। এ নিয়ে দেখা তন্নীর পরিবার ও আত্মীয় স্বজন এবং সহপাঠিসহ সচেতন মহলে দেখা দিয়েছে উদ্বেগ উৎকন্ঠা। খুনিদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে ফুঁেস উঠেছে নবীগঞ্জবাসী। প্রতিদিনই কোন না কোন সংগঠনের ব্যানারে খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে, বুধবার সন্ধায় তন্নীর সহপাঠিদের আয়োজনে তারুণ্য সামাজিক সংগঠনের ব্যানারে মৌল মিছিল ও এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আন্দোনকারীরা নবীগঞ্জ ডিগ্রী কলেজে অধ্যয়নরত ছাত্র নিহত তন্নীর সহপাঠি। এ মৌন মিছিলটি নবীগঞ্জ শহর গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিন করে শেষে নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দূর্জয় রায় দীপ, হাবিবুর রহমান হাবিব, সুমিত দাস সামন্ত, পিংকন চক্রবর্তী, হাবিবুর রহমান চৌধুরী শুভ, আল-আমিন হাসান, সুরেন পাল, ইসলাম ইফতি, জহিরুল ইসলাম ইমন, মিজবাহ উদ্দিন রাহাত, বাপ্পি মালাকার, উৎপল চক্রবর্তী সানি, নয়ন দাস, ধ্রুব পাল, সোহাগ আলী, শাহ তারেক, তারেক আহমেদ, ইমন আহমেদ, বিপুল গোপ, শাকিল আহমেদ, সুবেল আহমেদ, আলাল, নয়ন, সৈকত, রাহী, সাগর, অঞ্জন, দ্বীপ্ত, রানু, মান্না, জামিল, সৌরভ, আশরাফ সহ আরো অনেক।