নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ ক্রিকেট টাইগার্স একাডেমী খেলোয়ার মুহিবুর রহমান পারভেজ’কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে হবিগঞ্জ কোচ মোঃ মুইন উদ্দিন তালুকদার সাচ্চু তাকে খেলোয়ার হিসেবে নির্বাচিত করেছেন। গত ২১,২২,২৩ সেপ্টেম্বর ২০১৬ ইংরেজী ৩ দিন ব্যপী মেডিকেল কোর্সে বাচাই পর্বে ৩৫ জন করে তিন গ্রুপে মোট ১০৫ জন খেলোয়ারকে বাচাইয়ের পর নির্বাচন করা হয়। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হবিগঞ্জের অধীনে গত ২৫/০৯/২০১৬ ইং মোট ১০৫ জন খেলোয়ার বাচাইয়ের পর বাচাইকৃত ৭৯ জন মেডিকেল কোর্সে উত্তীর্ন হয় । এর-ই মধ্য থেকে নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের বাসিন্দা ও নবীগঞ্জ জে.কে. মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্র্থী মুহিবুর রহমান পারভেজ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং মেডিকেল কোর্স বাচাই পর্বে উত্তীর্ন হয়েছে। সে লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে নিয়মিত ক্রিকেট খেলায় অংশগ্রহন করতে আগ্রহী। এ লক্ষ্যে ভাল খেলোয়ার হিসেবে গৌরব অর্জন করতে সার্বক্ষনিক নিবেদিত প্রান হিসেবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার সফলতা অর্জনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।