উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১নং গজনাইপুর ইউনিয়ন পরিষদে চারা গাছ রোপন প্রকল্প সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় সিলেট বিভাগকে সবুজায়ন নিমিত্তে সিলেট বিভাগীয় কমিশনারের নির্দেশে,নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গজনাইপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে দেওপাড়া ও শতক রাস্তার পাশে ১’হাজার চারা গাছ লাগানো হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার উপস্থিত থেকে নিজ হাতে চারা রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ১১ গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল,ইউনিয়নের সংরক্ষিত সদস্য সাফিয়া ইয়াছমিন,পারভিন বেগম, ইউপি সদস্য, মাহবুবুল আলম চৌধুরী নুরু,জাহেদ আহমেদ চৌধুরী,চুনু মিয়া, আব্দুল আলী,আব্দুল মুকিদ, স্বপন আহমেদ,ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য জুবায়ের আহমেদ নপ্রমুখ । পরে দেওপাড়া থেকে শতক রাস্তার চারা রোপন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।