নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামে স্কুলছাত্রীকে যৌণ হয়রানির অভিযোগে আলাল মিয়া (২৫) নামে এক যুবককে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। আলাল ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয়রা জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করতো আলাল। এ নিয়ে তার পরিবার কয়েকবার আলালের পরিবারের কাছে নালিশ করেও কোনো কাজ হয়নি।
সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আলাল মেয়েটির গতিরোধ করে। এ সময় স্থানীয় লোকজন আলালকে আটক করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে মেয়েটির মা বলেন, আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো আলাল। তার পরিবারের কাছে বিচার না পেয়ে আমরা বাধ্য হয়ে তাকে থানায় দিয়েছি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ইয়াসিনুল হক জানান, আলাল মিয়াকে থানায় আটক করা হয়েছে।