নবীগঞ্জ প্রতিনিধি
সিলেট বিভাগকে সবুজায়ন করার নিমিত্তে সিলেট বিভাগীয় কমিশনারের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর হতে মুছা নগর পর্যন্ত রাস্তায় গতকাল সোমবার সকালে বিভিন্ন জাতের ১ হাজার গাছের ছাড়া রোপন এর আনুষ্টানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার ও ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার ও ১নং প্যানেল চেয়ারম্যান পারছু মিয়া, ২নং প্যানেল চেয়ারম্যান শাহ সামছুল ইসলাম সুজন, মেম্বার শ্রীভাষ পাল, রাজু আহমেদ, আল আমীন, আব্দুল মন্নাফ, আব্দুল ছুবান, শাহ সুরাইয়া বখস, রাজিয়া বেগম, আওয়ামী মহিলা লীগ নেত্রী শেখ ছইফা রহমান, ই্য়াকুব মিয়া, ছালু মিয়া, মকবুল হোসেন ও হিরা মিয়া প্রমূখ।