সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলায় ডাকা বৃহস্পতিবারের হরতালে সমর্থনে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার দুপুর ২টার দিকে জেলা কালেক্টরেট ভবনের প্রধান ফটক থেকে বিএনপি ও অঙ্গ সংগঠন হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুক আলম, অ্যডভোকেট আব্দুল হক, আব্দুল মজিদ, মোস্তাক আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা ফরহাদ শাহ প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে, নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সুনামগঞ্জ জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান জানান তিনি।