নিজস্ব প্রতিনিধি : দেশের পথশিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর পালিত হয় এই দিবস। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। মায়ের কোল হলো তাদের নিরাপদ আশ্রয়। ক্ষুধার জ্বালায় মায়ের কোল ছেড়ে শিশুরা যখন মা-বাবার ঘর ছেড়ে অজানার পথে পা বাড়ায় তখনই তাদের পরিচয় হয় পথশিশু। আর এসব শিশুদের আলোর পথে ফিরিয়ে আনার জন্য কাজ করছে হবিগঞ্জ শহরের উদীয়মান কিছু তরুনদের সংগঠনক ‘আমরা ক জন অর্গানাইজেশন’।
রবিবার বিকাল ৫টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনে পথশিশুদের নিয়ে কেক কেটে জাতীয় পথশিশু দিবস পালন করে সংগঠনটি।
কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার সহ সম্পাদক কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন- লোকালয় বার্তা স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম, প্রয়াস সংগঠনের জাহিদুল ইসলাম, মাহমুদ আত্তারী, অর্গানাইজেশনের রাজু, রিফাত, সাদেক, সনি, পুলক, সোগাগ, আরজত, ফাহিম, আরিফ, জহিরুল, সুজন, ইব্রাহিম প্রমুখ।